বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে- ছানোয়ার হোসেন এমপি


টাঙ্গাইল জেলা আওয়ামীলগের সহ-সভাপতি ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন বলেছেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করছে। তিনি আগামী বোরো মৌসুমে ধান কাটার যন্ত্র ভর্তুকী মূল্যে কেনার জন্য কৃষকদের পরামর্শ দেন।
রোববার সকালে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে খরিপ-১ মৌসুমে ২০১৮-১৯ অর্থ বছরে উফশী আউশ ধান চাষে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার জিনাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার লিপি। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আরিফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দাইন্যা ইউপি সদস্য শরিফুজ্জামান পলাশ।
২৫০ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ও বিকাশের মাধ্যমে সেচ সহায়তা বাবদ ৫শ’ টাকা দেয়া হয়।