হোয়াটসঅ্যাপও জানাবে অ্যাকাউন্ট ভুয়া কি না

আলোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭ | ৪১৯

এবার ভেরিফায়েড বিজনেস প্রোফাইল ফিচার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ভুয়া ব্যবসায়ীক প্রোফাইল ঠেকানো সম্ভব হবে বলে জানিয়েছে ফেসবুকের এই মেসেজিং অ্যাপ। অ্যান্ড্রয়েড ফোনের বিটা অ্যাপ ২.১৭.২৮৫ ভার্সনে থাকবে এই ভেরিফিকেশনের সুবিধা। বর্তমানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে এ ধরনের ব্যবস্থা রয়েছে।

জানা গেছে, এখন পাইলট প্রোগ্রামে অংশ নেয়া গুটিকয়েক বিজনেসই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস ভেরিফিকেশন ব্যবহার করতে পারছে। চ্যাটে ইয়েলো মেসেজের মাধ্যমে কোনো ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করা হলে তা ডিলিট করা যাবে না।

ওই ব্যবসায়ীর নম্বর নিজের ফোন বুকে সেভ করা থাকলে সেই নামেই দেখাবে বিজনেস প্রোফাইল। এ ছাড়া কোনো ব্যবসায়ী বা ব্যবসায় প্রতিষ্ঠানের ফোন নম্বর নিজের ডিভাইসে সেভ না থাকলে অ্যাপ থেকেও খুঁজে নেয়া যাবে। সে ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যে নাম রয়েছে সেই নামই নিজের অ্যাড্রেস বুকে দেখাবে।