চলন্ত বাসে গণ ধর্ষনের পর হত্যা

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৩ অপরাধী

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭ | ৫৪৫

টাঙ্গাইলের মধুপুর বনে চলন্ত বাসে গণধর্ষনের পর হত্যার ঘটনায় আটক পাঁচ জনের মধ্যে তিনজন অপরাধী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, গোলাম কিবরিয়া ও মোঃ শামছুল হক পৃথক পৃথকভাবে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া অপরাধীরা হলেন- বাসের হেলপার শামীম, আকরাম ও সহকারী জাহাঙ্গীর। এছাড়া মধুপুর থানায় আটক অপর দুইজন হচ্ছে বাসের চালক হাবিব ও সুপারভাইজার সফর।