প্রতিবন্ধীরা আমাদের জন্য স্বর্ণ জয় করে আনে- প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অটিস্টিক শিশুরা বিচ্ছিন্ন নয়, তারা সমাজেরই অংশ। তাদের মধ্যে সুপ্ত প্রতিভা আছে। সেই প্রতিভা খুঁজে বের করতে হবে। তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হবে।’
আজ সোমবার সকালে ১১তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
সারা দিশ্বের মতো বাংলাদেশও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন’।
বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বের সব অটিস্টিক ব্যক্তি, শিশু-কিশোর, তাদের পরিবার ও পরিচর্যাকারীকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আগে অটিজম শিশুদের লুকিয়ে রাখা হতো, এখন অটিজম সম্পর্কে আমাদের সমাজে সচেতনতা সৃষ্টি হয়েছে।
প্রতিবন্ধী বা অটিস্টিক শিশুদের সবার মধ্যেই মেধা আছে এবং সেটি বের করে আনার ওপর গুরুত্ব দেন।তিনি আরও বলেন, ‘আমার সুস্থ ছেলে মেয়েরা পদক আনতে না পারলেও প্রতিবন্ধীরা আমাদের জন্য স্বর্ণ জয় করে আনে।’
প্রধানমন্ত্রী বলেন, অটিজমের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে সুচিকিৎসা করা হলে তা ভালো হতে পারে। প্রতিবন্ধীদের সব ধরনের সহযোগিতা করছে সরকার।
অনুষ্ঠানে অটিস্টিক এবং প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা জানাতে নীল আলো জ্বালানো হয়। দেশের সব সরকারি প্রতিষ্ঠানে এই নীল আলো জ্বালানো হবে তিন দিন।
বক্তৃতা পর্ব শেষে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটান। তিনি বেশ কয়েকজনের মাথায় হাত বুলিয়ে আদর করে দেন।