কালিহাতীতে

দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০ পিএম, রোববার, ১ এপ্রিল ২০১৮ | ৫৬৯

‘‘বন্ধ হলে দূর্নীতি, উন্নয়নে আসবে গতি’’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে ১এপ্রিল সকাল সাড়ে ৯ টায় কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল মনছুর আলীর সভাপতিত্বে মানববন্ধন ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহীদুল আলম সিদ্দিকী(রাঙ্গা),কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম,দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ বিশ্বাস, নিরাপদ সড়ক চাই কালিহাতী উপজেলা কমিটির সদস্য সচিব লিয়াকত আলী, আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক জামিলা খাতুন শিউলী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শুকুর মাহমুদ তালুকদার।