বগুড়ায় যুবলীগ নেতা ৫ দিনের রিমান্ডে


বগুড়া পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজাহান কবিরকে হত্যাচেষ্টা মামলায় আটক প্রধান আসামী ও পৌর কাউন্সিলর যুবলীগ নেতা মোস্তাকিম রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার(৩১ মার্চ) বিকেলে বগুড়ার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অাদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।পরে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে অাদালত।বিচারপতি অাবু রায়হান এ অাদেশ দেন।
উল্লেখ্য যে,গত বুধবার অফিস চলাকালীন কয়েকজন ব্যক্তির সাথে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) শাহজাহান কবিরের বাকবিতন্ডতা হয়। এরপর যথা নিয়মে অফিসিয়াল কার্যক্রম শেষে পাসপোর্ট অফিসের সরকারি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন তিনি।
পরদিন বৃহস্পতিবার দুপুরে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে রিকশায় রওনা দেন। রাস্তায় কৈগাড়ী মৎস্য অধিদফতরের সামনে পৌঁছালে ৩-৪ জন মুখোশধারী ব্যক্তি রিকশার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। এডি শাহজাহান কবির একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে মুখোশধারী দুর্বৃত্তরা পালিয়ে যায়।এঘটনায় যুবলীগ নেতা মোস্তাকিম সহ ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
বগুড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর আছলাম আলী জানান,জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত অাছে।