টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপের ৫০ হাজার সদস্য


টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপের ৫০ হাজার সদস্য উদ্যাপন অনুষ্ঠান পালন করা হয়েছে। টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপের উদ্যোগে ২৪ মার্চ শনিবার সন্ধ্যায় ডিসি লেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় কেক কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান, সাবেক যুগ্মসচিব লুৎফুলাহ সাঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জিনাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) সুখময় সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ্রিয়ার রহমান, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি মোস্তফা কামাল লাবলু, ব্লাস্টের সমন্বয়কারী আমিনা রহমান প্রমুখ।
এসময় টাঙ্গাইল জেলার উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় চারজনকে ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন সাবেক যুগ্মসচিব লুৎফুল্লাহ সাঈদ (ট্রেন আন্দোলনে অবদান রাখায়), আকিবুর রহমান ইকবাল (লৌহজং নদী উদ্ধার আন্দোলন), কামরুন্নাহার খান মুন্নী (ক্রীড়ায়) এবং কবি শামছুজ্জামান (সাহিত্য অঙ্গন)।
অতিথিরা বক্তব্য রাখার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপের সদস্য সাজ্জাত খোশনোবীশ এবং ডা. জহিরুল ইসলাম জহির।
জানা যায়, টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক বর্তমান জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. মাহবুব হোসেন ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর সকলের সর্বসম্মতিক্রমে টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্র“পটি প্রতিষ্ঠিত করেন।
এই গ্রুপটি প্রতিষ্ঠার পর থেকেই টাঙ্গাইলের সকল শ্রেণির মানুষদেরকে সাথে নিয়ে জেলার বিভিন্ন উন্নয়নে অদ্যবধি পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।