কুমুদিনী হাসপাতালে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচী


এলডিসি স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণে যোগ্যতা অর্জনে ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে কুমুদিনী হাসপাতালে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
রোববার সকালে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ এই রক্ত দান কর্মসূচীর আয়োজন করে।
রাক্ত দান কর্মসূচীতে উপস্থিত ছিলেন কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. রমা সাহা, প্রফেসর ডা. রঞ্জন কুমার নাথ, ডা. মনোজ কান্তি বড়–য়া, সিস্টার দিপালী পেরেরা, নার্সিং কলেজের উপাধ্যক্ষ শেফালী বনিক প্রমুখ।
মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্রী ফারহানা আক্তারের রক্ত দানের মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচী শুরু হয়।