কালিহাতীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, কালিহাতী থানার ওসি (তদন্ত) মনসুর আলী আরিফ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সি.এ আবুল কালাম আজাদ।