ঈদগাঁওতে সড়ক দূর্ঘটনায় ৩য় শ্রেণীর ছাত্রের করুণ মৃত্যু


চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওতে গাড়ি চাপায় নওশাদুল ইসলাম(৯) নামের শিশু শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশু ঈদগাঁওস্থ ইসলামপুর ইউনিয়নের জুমনগর এলাকার নুরুল হুদার সন্তান ও স্থানীয় দারুল ইত্তেহাদমাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র।
শনিবার সকাল ১১ টার দিকে মহাসড়কের ইসলামপুর নতুন বাজারে এ দূর্ঘটনা ঘটে। মেম্বার আবদু শুক্কুর জানান, কক্সবাজার মুখি বেপরোয়া গতিতে আসা সিল্ক লাইন পরিবহনের যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষমান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
পরে সংবাদ পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘাতক গাড়ি জব্দ করে। রিপোর্ট লিখা পর্যন্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দাফনের প্রস্ততি চলছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য ।