ফ্রান্সে পুলিশের গুলিতে নিহত এক বন্দুকধারী
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ট্রেবস শহরের একটি সুপার মার্কেটে লোকজনদের জিম্মি করা এক বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এর আগে ওই বন্দুকধারী তিনজনকে হত্যা করেছে বলে খবরে প্রকাশ।
বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়, নিহত বন্দুকধারী সম্ভবত মরক্কোর নাগরিক। তার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের(আইএস) সঙ্গে যোগসূত্র রয়েছে।
খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে বন্দুকধারী মার্কেটটিতে প্রবেশ করে। এই সময় মার্কেট থেকে গুলির শব্দ শোনা যায়।
ফরাসি গণমাধ্যম জানায়, এর আগে কারকাসনে একই বন্দুকধারী কয়েকজন পুলিশকে লক্ষ্য গুলি চালায়। এতে একজন গুলিতে আহত হয়েছে। তবে অবস্থা আশঙ্কাজনক নয়। পুলিশরা তখন ব্যায়াম করছিল। সুপার মার্কেট থেকে এই জায়গার দূরত্ব গাড়িতে ১৫ মিনিট।
অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত বন্দুকধারী নিহত হওয়ার আগে ২০১৫ সালে ১৩ নভেম্বর প্যারিস হামলায় মূল অভিযুক্ত সালাহ আব্দুসসালেমের মুক্তি দাবি করেছিল। ওই হামলায় ১৩০ জন নিহত হয়েছিল।
