টাঙ্গাইলে খালেদার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০১:৩৫ পিএম, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮ | ৪৩৫

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দল।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীন।

এসময় জেলা বিএনপি, ছাত্রদল, শ্রমিকদলসহ অনান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।