স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাগাতিপাড়ায় আনন্দ র‌্যালি

বাগাতিপাড়া (নাটোর) সংবাদাতা
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, বুধবার, ২১ মার্চ ২০১৮ | ৪৭৪

স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে নাটোরের বাগাতিপাড়ায় আনন্দ র‌্যালি করা হয়েছে। বুধবার সকালে ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে জিগরী বাজারে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে র‌্যালি করা হয়।

র‌্যালিটি জিগরী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিন করে বটতলা মোড়ে পথসভায় মিলিত হয়। র‌্যালিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, গ্রাম পুলিশ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন অংশ গ্রহন করেন।

পরে পথ সভায় বক্তব্য দেন ৩নংবাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ওসমান গনি, বাগাতিপাড়া প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম রোজ, জেএসএস সভাপতি অধ্যক্ষ সাজেদুর রগমান, জিগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, জিগরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, বাজারের সভাপতি সেলিম রেজা ও নিরাপদ সড়ক চাই’র সেক্রেটারী আনোয়ার হোসেন অপু।

আরিফুল ইসলাম তপু/এমএমআর