চকরিয়ায় মৃত গরুর মাংস বিক্রির দায়ে ৪০ হাজার টাকার অর্থ দন্ড
চকরিয়ায় মৃত গরুর মাংস বিক্রির দায়ে মো: রুবেল (২৭) নামে এক যুবককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
১৯ মার্চ সকাল সাড়ে ৯টায় পৌরসভার গ্রামীণব্যাংক সেন্টারে মৃত গরুর মাংস বিক্রির সময় হাতেনাথে ধরে তাকে এ সাঁজা দেওয়া হয়।
চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের ৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মনির উদ্দিন জানান, এদিন পৌরসভার কাহারিয়াঘোনা এলাকার মৃত কবির আহমদের পুত্র মো: রুবেল (২৭) পৌরসভার গ্রামীণব্যাংক সেন্টার এলাকায় মৃত গরুর মাংস বিক্রি করেছিলো। ওইসময় বেশ কয়েকজন ক্রেতার সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট নুুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান ঘটনাস্থলে গিয়ে হাতেনাথে তাকে ধরে ফেলেন। মৃত গরুর মাংস বিক্রির দায়ে তার কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে মৃত গরুর মাংস গুলি মাটিতে পুতে ফেলা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌসী আক্তার দীপ্তি, এসআই সুকান্ত চৌধুরী ও স্যানেটারী পরিদর্শক হায়দার আলী।
