কালিহাতীতে ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১২ পিএম, রোববার, ১৮ মার্চ ২০১৮ | ৪৪৪

টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবে রবিবার (১৮ মার্চ) বিকেলে ঢাকা থেকে প্রকাশিত পাঠক প্রিয় দৈনিক “ভোরের ডাক” পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালি, কেক কাটা, বিশেষ দোয়া, আলোচনা সভা প্রভৃতি।

এতে ভোরের ডাকের কালিহাতী সংবাদদাতা আব্দুস সাত্তার সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, সহ-সভাপতি মীর আনোয়ার হোসেন, আতোয়ার রহমান, সাধারন সম্পাদক কামরুল হাসান, যুগ্ম-সাধারন সম্পাদক রাইসুল ইসলাম লিটন, সহ-সাধারন সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, কোষাধ্যক্ষ মনির হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রানা, সিনিয়র সাংবাদিক রঞ্জন কৃষ্ণ পন্ডিত, আবুল কালাম আজাদ, তারেক আহমেদ, কালিহাতী প্রেসক্লাবের কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম, সদস্য শুভ্র মজুমদার, এলেঙ্গা মা মনি পেপার হাউজের স্বত্তাধিকারী (পত্রিকা এজেন্সী) সিদ্দিকুর রহমান, মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা, মওলানা ভাষানী স্মৃতি পরিষদ কালিহাতী শাখার সাধারন সম্পাদক ইদ্রিস আলী (বিডিআর অবঃ), কালিহাতী কলেজের অধ্যাপক জহুরুল হক বুলবুল, হাবিবুর রহমান, দূর্নীতি প্রতিরোধ কমিটির কালিহাতী উপজেলা শাখার সভাপতি আবুল মনসুর আলী প্রমূখ।
শুভ্র মজুমদার/এইচএইচ