জাতীয় শিশু দিবস উপলক্ষে

নাগরপুরে শিশুদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৭ পিএম, শনিবার, ১৭ মার্চ ২০১৮ | ৪৭০

টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হয়েছে।

শনিবার বিকালে উপজেলার ধুবরিয়ায় ইউনিয়ন আওয়ামী যুবলীগ এ চিকিৎসা সেবার আয়োজন করে। স্থানীয় দোলোয়ারা মেডিকেল হলে এ চিকিৎসা ক্যাম্প করা হয়।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সাইফুল ইসলামের নেতৃত্বে একদল চিকিৎসক এ চিকিৎসা সেবা দেয়। এ সময় ধুবড়িয়া ইউনিয়ন ও আশ-পাশের গ্রামের প্রায় দুশতাধিক চিকিৎসা বঞ্চিত শিশুদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে ওই ইউনিয়ন যুবলীগের আহবায়ক এম এফ কবীর হোসেন জানিয়েছে । এতে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলার আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম।