নাগরপুরে জাতীয় শিশু দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৯ পিএম, শনিবার, ১৭ মার্চ ২০১৮ | ৫০২

যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগ নাগরপুর উপজেলা শাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, শিশু সমাবেশ, আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়। পরে ইউএনও আসমা শাহীনের নেতৃত্বে একটি আনন্দ র‌্যালি বের করে। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, এমপি পত্মী মমতাজ খন্দকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও সাবেক কমান্ডার আলহাজ সুজায়েত হোসেন, খন্দকার আব্দুল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, নগারপুর থানার তদন্ত কর্মকর্তা খান মোঃ হাসান মোস্তফা, উপ-পরিদর্শক সজল খান, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কচি কাঁচা শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন শেষে একটি বিশাল র‌্যালি বের করে। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কুদরত আলীর নেতৃত্বে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম অপু, জাহিদুল ইসলাম জাহিদ, শাহজাহান সিরাজ পান্না, দেলোয়ার হোসেন, জাকির হোসেন তালুকদার প্রমূখ।

এমএমআর