কালিহাতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৬ পিএম, শনিবার, ১৭ মার্চ ২০১৮ | ৪৯৬

বঙ্গবন্ধুর জন্মদিন: “রঙ ছড়ানো আলো. লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো” প্রতিপাদ্য নিয়ে ১৭ মার্চ শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিলো, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা, পুরষ্কার বিতরন,আলোচনা সভা ও বিশেষ মোনাজাত । কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র‌্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ  হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ  আনছার আলী বি.কম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি)নাফিসা আক্তারসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সি এ টু আবুল কালাম আজাদ।

শুভ্র মজুমদার/এমএমআর