টাঙ্গাইলে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকা ও বীজ বিতারণ


টাঙ্গাইলে সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের মাঝে নগদ অর্থ ও আট প্রকার সবজির বীজ বিতারণ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট।
মঙ্গলবার ৩ সেপ্টেম্বর দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ অনুষ্টান আয়োজন করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ম্যানেজিং বোর্ড সদস্য রবীন্দ্র মোহন সাহার সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আহাদুজ্জামান মিয়া বাংলাদেশ রেড ক্রসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারি এম. এ রৌফ,টাঙ্গাইল উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান নাজমুল হুদা নবীন,জেলা ইউনিট অফিসার এটিএম জিয়াউল আহসান প্রমুখ।
এসময় বন্যায় ক্ষিতগ্রস্থ প্রতিটি পরিবারকে ১০টি বুথে নগদ সাড়ে ৪ হাজার টাকা করে মোট ৪৫ লাখ টাকা ৮ প্রকার সবজির বীজ বিতারণ করা হয়।
এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সকল সদস্য ও যুব ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।