শুভ গ্রাম বিদ্যুতায়ন অনুষ্টান এর শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০২:১৬ পিএম, শনিবার, ২৬ আগস্ট ২০১৭ | ৫৭৮

শেখ হাসিনা উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার মামুদনগর ইউনিয়নের সোনামাইঝাইল গ্রামে শুভ গ্রাম বিদ্যুতায়ন অনুষ্টান এর শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে।

টাঙ্গাইল পল­ী বিদ্যুৎ সমিতি এ অনুষ্টানের আয়োজন করেন।

মামুদনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ গ্রাম বিদ্যুতায়ন অনুষ্টান এর শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

এসময় তিনি বলেন টাঙ্গাইল সদর উপজেলার কোন একটি গ্রামেও বিদ্যুৎ বাকি থাকবে না । আমরা শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করব। প্রতিটি গ্রামেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে যাবে। আমরা সে লক্ষেই এগিয়ে যাচ্ছি।

আজ সোনামাইঝাইল গ্রামেও ১৪০ বাড়িতে বিদ্যুৎ শুভ উদ্বোধন করা হল। এসময় আরোও উপস্থিত ছিলেন মোঃ আমিরুল ইসলাম খান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা পরিষদ টাঙ্গাইল, মোখলেছুর গণি জেনারেল ম্যানেজার টাঙ্গাইল পল­ী বিদ্যুৎ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্বাস আলী সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেত্ববৃন্দ।