ছোট শিশু তাসলি বাঁচতে চায়


টাঙ্গাইলের ছোট শিশু তাসলি বাঁচতে চায়। সে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের কলেজপাড়া বাসিন্দা সুলতান মিয়ার একমাত্র ছেলে।
তাসলির বাবা সুলতান মিয়ার জানান পাঁচ বছর বয়সী তাসলি প্রায় দই বছর এর অধিক সময় ধরে ক্যান্সার রোগে আক্রান্ত। তিনি এ যাবৎ তাসলির চিকিৎসায় ডাক্তারের পরামর্শে ১৭টি কেমো দিয়েছেন। এ পর্যন্ত তিনি তার সহায় সম্বল বিক্রি করে ও নিকট আত্মীয় কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে চিকিৎসা চালিয়ে এসেছেন। এখন তার পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা প্রায় অসম্ভব। তিনি টাঙ্গাইল পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার (বাসাইল/করটিয়া/সখিপুর) সিএনজি স্টেশনের উওর পাশে টং দোকান পরিচালনা করেন।
বর্তমানে তাসলি সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে।
সাহায্য পাঠানো যাবে অগ্রণী ব্যাংক করটিয়া শাখা, টাঙ্গাইল সঞ্চয়ী হিসাব নম্বরে সখিনা ৩৪১০৫২৮৮ অথবা তাদের বিকাশ নম্বর ০১৬৭৭০৪৮৮৩৬ (রাজা) পার্সোনাল এবং এজেন্ট নাম্বার ০১৭০৬৪৫৫৬৫৮ এ। তাসলি সর্ম্পকে আরো বিস্তারিত জানা যাবে ০১৭৪৭৭৩২৩১৩ (মাতা) মোবাইল নম্বরে।