চ্যাম্পিয়নস লিগে ১২৩ ম্যাচ খেলে ১০০ গোল মেসির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ এএম, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮ | ৫৪২

লিওনেল মেসি। নামের মধ্যেই যেন ফুটবলের ছন্দ। ফুটবলের সৌন্দর্য মিশে আছে যার পায়ের জাদুতে। মাঠে নেমেই যেন তিনি ফুটবল নিয়ে ম্যাজিক দেখাতে পছন্দ করেন। তাই তো তিনি 'ম্যাজিক্যাল মেসি'। তাঁর ফুটবল জাদুতে শুধু সাধারণ দর্শকই নয়, অনেক ফুটবল তারকাও বিমুগ্ধ। অনেকে মজা করে তাঁকে ভিনগ্রহের প্রাণীও দাবি করেন। কারণ, মানুষের পক্ষে এতটা ভালো খেলা সম্ভব নয়।

মেসি যিনি নিজের ভাণ্ডারে যোগ করছেন একের পর এক রেকর্ড । কিছুদিন আগেই নিজের নামের পাশে যোগ করলেন ৬০০ গোলের রেকর্ড। এবার চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম ম্যাচ খেলে নিজের নামের পাশে জুড়ে নিলেন শততম গোলের তকমা।

চেলসির বিপক্ষে মেসির গোলের ভাগ্য সুপ্রসন্ন ছিল না। চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হওয়ার আগে প্রতিবারই মেসিকে চেলসির বিপক্ষে খালি হাতেই ফিরতে হয়েছে। তবে শেষ ষোলোর প্রথম লেগেই ভাগ্যদেবী তাঁর প্রতি সহায় হয়েছিল। প্রথম লেগে চেলসির বিপক্ষে ম্যাচের একমাত্র গোল করেন মেসি।

গতকাল রাতে দ্বিতীয় লেগ খেলতে নামার আগে শততম গোল থেকে দুই গোল পিছিয়ে ছিলেন মেসি। প্রতিপক্ষ চেলসি বলে সবাই এক প্রকার ধরেই নিয়েছিল, শততম গোল পেতে মেসিকে আরো অপেক্ষা করতে হবে। তবে এই ম্যাচেই জোড়া গোল করে মাত্র ১২৩ ম্যাচ খেলে ১০০ গোলের দেখা পেলেন এই আর্জেন্টাইন তারকা।

মেসি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও টপকে গেলেন। রোনালদোর চ্যাম্পিয়নস লিগে শততম গোল পেতে খেলতে হয়েছে ১৩৭ ম্যাচ। মেসি ১৪ ম্যাচ কম খেলেই দেখা পেয়েছেন শততম গোলের ।

এমএমআর