বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ জাতিকে উজ্জ্বীবিত করেছিল-ছানোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, বুধবার, ১৪ মার্চ ২০১৮ | ১২৩৮

টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন, “ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ জাতিকে উজ্জ্বীবত করেছিল। মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ কখনোই পেতাম না। তাই মার্চ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে।

তিনি ১৪ মার্চ বুধবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কর্মী সভায় তাঁর বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, টাঙ্গাইল আওয়ামীলীগের চারণভূমি। এই টাঙ্গাইল থেকেই আওয়ামীলীগের জন্ম হয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের টাঙ্গাইলে যত উন্নয়নমূলক কর্মকান্ড হয়েছে সবগুলোই শেখ হাসিনার হাত ধরে হয়েছে। মাঠ পর্যায়ে আমাদের কর্মীরা উজ্জীবীত হচ্ছে না। এই বছর আমাদের নির্বাচনের বছর।

আগামী নির্বাচনে কে প্রার্থী হবে সেইটা বড় কথা নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে আমরা আওয়ামীলীগের কর্মীরা সকলেই তার হয়ে কাজ করবো।