মধুপুর অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার

মধুপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২১ পিএম, শনিবার, ২৬ আগস্ট ২০১৭ | ৪৯৮

 মধুপুর-ময়মনসিংহ মহাসড়কে জঙ্গলের মাঝের রাস্তা হতে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছেন মধুপুর থানা পুলিশ।


গতকাল শুক্রবার রাত্রি ১১.৩০ ঘটিকার সময় মধুপুর ময়মনসিংহ মহাসড়কে ২৫ মাইল নামক স্থানে সুমি নার্সারির সন্নিকটে রাস্তার উপরে তরুণীর লাশটি পরে থাকতে দেখে জনৈক যাত্রী পুলিশে খবর দেয়।

খবর পেয়ে এ এস পি সার্কেল মধুপুর মোঃ আলমগীর কবির, ওসি মোঃ শফিকুল ইসলাম, ওসি তদন্ত মোঃ নজরুল ইসলাম ও এস আই মোঃ আমিনুল ইসলাম দ্রæত ঘটনাস্থলে গিয়ে সুরৎ হাল রিপোর্ট করে তরুণীর লাশটি থানায় নিয়ে আসেন।

তরুণীটির কোন পরিচয় পাওয়া যাচ্ছেনা। নির্যাতন করে হত্যা করে তরুণীর লাশটি অপরাধীরা রাতের আধারে এখানে ফেলে পালিয়ে গেছে। ধারনা করা হচ্ছে তাকে দূর হতে মেরে পরিচয় প্রকাশ না পাওয়ার উদ্দেশ্যে লাশটি অপরাধীরা এখানে ফেলেছে।