চকরিয়ায় মাসিক আইন শৃংঙ্খলা বিষয়ক আলোচনা সভায় নিসচা'র প্রতিবেদন হস্তান্তর

জুনাইদ উদ্দিন
প্রকাশিত: ০৮:৪০ পিএম, সোমবার, ১২ মার্চ ২০১৮ | ৪৬৫
১২ মার্চ চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নিরাপদ সড়ক চাই (নিসচা)'র চকরিয়া উপজেলার সন্মানিত প্রধান উপদেষ্টা নুরুদ্দীন মো.শিবলী নোমান'র সভাপতিত্ববে মাসিক আইন শৃংঙ্খলা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
সভায় চকরিয়া উপজেলায় আইন শৃংঙ্খলা বিষয়ক আলোচনায় চকরিয়াতে যানজট ও সড়ক দূর্ঘটনার বিষয়টি সর্বাধিক গুরুত্ব পায়। উপস্থিত সকল অথিতিরা নির্বাহী অফিসারকে সড়কে যানজট ও সড়ক দূর্ঘটনা বন্ধের ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ প্রদান করেন। 
 
এক পর্যায়ে চকরিয়াকে যানজটমুক্ত ও সড়ক দূর্ঘটনা বন্ধ করার লক্ষ্যে নিসচা'র চকরিয়া উপজেলা শাখার সভাপতি সোহেল মাহমুদ বলেন, সড়ক যানজটমুক্ত করা ও সড়ক দূর্ঘটনা বন্ধের জন্য প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য নিসচা'র কর্মী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, নিসচা'র চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াছ কাঞ্চন সারা দেশে নিসচা'র পরিবারকে সবসময় প্রস্তুত থাকা এবং যেকোনো পদক্ষেপে প্রশাসনকে সহযোগিতা করার নির্দেশ প্রদান করেছেন। 
 
চকরিয়া নিসচা'র উপদেষ্টা ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বদরখালী নৌ পুলিশ ফাড়ি পুলিশ পরিদর্শক (নিঃ) ইনচার্জ  মোঃ পায়েল হোসেন, আরকান সড়ক পরিবহনের শ্রমিক ইউনিয়েনের যুগ্ন সম্পাদক কামাল আযাদ, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইসমাইল, টমটম মালিক সমিতির সভাপতি মোঃ ইসমাইল, ট্রাক মালিক সমিতির রফিকুল ইসলাম, টৈটং যানবাহন মালিক সমিতির সভাপতি নুরুল আবছার সহ জনপ্রতিনিধি সাংবাদিকগণ উপস্থমিত ছিলেন। সভায় নির্বাহী কর্মকর্তা সকলের মতামত গ্রহণ করেন এবং এ বিষয়ে যথেষ্ট ভূমিকা পালন করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন। 
 
পরে সবার সামনে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চকরিয়া উপজেলায় জানুয়ারি ও ফেব্রুয়ারি'১৮ এর সড়ক দূর্ঘটনার প্রতিবেদন হস্তান্তর করেন। প্রতিবেন পাওয়ার পর নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মো. শিবলী নোমান চকরিয়া নিসচা'র সভাপতিসহ সকল কর্মকর্তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।