নওয়াজ শরিফকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬ এএম, সোমবার, ১২ মার্চ ২০১৮ | ৪১৯

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

পাকিস্তানী সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, রোববার পাকিস্তানের লাহোরে জামিয়া নায়িমায় মুফতি মোহাম্মদ হুসাইন নায়িমির মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে গিযেছিলেন। সেখানে মঞ্চে ডায়েসের সামনে পৌঁছানোর পর পরই দর্শক সারি থেকে এক ব্যক্তি নওয়াজকে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারেন।

ঘটনার ভিডিওতে নওয়াজ শরিফ বিস্মিত অবস্থায় দেখা গেছে। এ ঘটনার পরপরই উপস্থিত লোকজন ওই ব্যক্তিকে আটক করে গণধোলাই দেয়।

পরে নওয়াজ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রয়াত মুফতি মোহাম্মদ হুসাইন নায়িমির জন্য প্রার্থনার কথা বলে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

আয়োজকরা জানান, হামলাকারীর পরিচয় ও কীভাবে অনুষ্ঠানে প্রবেশ করলো সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে। জুতা নিক্ষেপকারী ওই ব্যক্তি নিরাপত্তা কর্মীর হেফাজতে রয়েছে।

গত কয়েকদিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বার দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পিএমএল-এনের নেতাদের ওপর হামলার ঘটনা ঘটলো।