বাসাইলে ৩০ হাজার মাছের পোনা ও ৬০০ কেজি খাদ্য বিতরণ
টাঙ্গাইলের বাসাইলে এনএটিপি-২ প্রকল্পের আওতায় সিআইজি চাষীদের মাঝে প্রদর্শণী উপকরণ মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা, মাছের খাদ্য, সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা মৎস্য অফিসের সামনে ৬ জন মৎস্য চাষীদের মাঝে প্রদর্শণী উপকরণ মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ৩০ হাজার কেজি , ৬০০কেজি মাছের খাদ্য ও সাইনবোর্ড বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন,উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে,উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনসহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারিবৃন্দ।
