মির্জাপুরে দুই মাদ্রাসা ছাত্র ১১ দিন ধরে নিখোঁজ

মির্জাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, রোববার, ১১ মার্চ ২০১৮ | ৪৮৩

টাঙ্গাইলের মির্জাপুরে দুই মাদ্রাসা ছাত্র ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। এরা হলো উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি কওমী মাদ্রাসার চতুর্থ শ্রেনির শিক্ষার্থী আদিল খান (১৫) ও রিফাদ (১৩)।

আদিল মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিমধল্যা গ্রামের শরিফ খানের ও রিফাদ পার্শ্ববর্তী সখিপুর উপজেলার কালমেঘা গ্রামের নছু মিয়ার ছেলে।

মির্জাপুর থানায় করা সাধারণ ডায়েরী থেকে জানা যায়, গত ১ মার্চ বৃহস্পতিবার বিকেলে তারা দুজন মাদ্রাসার পাশে হাট ফতেপুর বাজারে যায়। সেখানে তারা আবুল হোসেন নামে এক ব্যাক্তির দোকানে গিয়ে বসে।

কিছুক্ষন পর আবুল হোসেন তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলেন। এতে তারা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। এরপর থেকে দুজনই নিখোঁজ রয়েছে। পরে এ ঘটনায় আদিলের বাবা শরিফ খান গত ৭ মার্চ বুধবার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরী (নম্বর ২৮৪) করেন।

এদিকে দুই ছাত্র নিখোঁজ থাকায় তাদের পরিবারের সদস্যরা উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। আদিলের চাচা শহিদুল খান জানান, তারা দুজনেই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। ঘটনার দিন বিকেলে তারা ফতেপুর বাজারে কেনাকাটা করতে গিয়েছিল। এরপর থেকেই নিখোঁজ রয়েছে।

আবুল হোসেন বাজারে মুদি দোকান করেন। তাঁর দোকান থেকে একটি তেলের বোতল চুরির অভিযোগ করে দুজনকে চর-থাপ্পড়ও মারা হয়েছিল বলে পার্শ্ববর্তী কয়েকজন তাঁদের জানিয়েছেন। তবে ওই দুজন চুরি করতে পারেনা উল্লেখ করে তিনি বলেন, দুজনের পরিবারের সদস্যরা খুবই উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। আদিলের মা-বাবা ঠিকমত খাচ্ছেন না। ছেলেকে না পেয়ে তাঁরা কাতর হয়ে গেছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, তাদের দুজনকে খোঁজে বের করার চেষ্টা চলছে।