ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ান আলোকিতপ্রজন্ম


টাঙ্গাইল হাউজিং স্পোটিং ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন ফাইনালে চ্যাম্পিয়ান হল আলোকিতপ্রজন্ম।
৯ মার্চ শুক্রবার হাউজিং স্পোটিং ক্লাব মাঠে রাতে আলোকিতপ্রজন্ম বনাম পুলিশ লাইন ফাইনাল খেলায় ২-০ সেটে পুলিশ লাইনকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ান আলোকিতপ্রজন্ম।
এই ফাইনালে দৈতভাবে অংশগ্রহন করেন আলোকিতপ্রজন্মের খেলোয়ার শাকিল ও ইলিয়াস । পুলিশ লাইন খেলোয়ার বৃন্দরা হলেন, করিম ও জিয়া ।
উভয় খেলোয়ারদের মাঝে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি জামিলুর রহমান মিরণ, মেয়র টাঙ্গাইল পৌরসভা।
খেলাটি উদ্বোধন করেন টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আলোকিতপ্রজন্ম.কম এর সম্মানিত উপদেষ্টা এম এ রৌফ।
আলোকিতপ্রজন্ম জয়ী হওয়াতে আলোকিতপ্রজন্মের সম্পাদক মোঃ পারভেজ হাসান খেলোয়ারদেরকে অভিনন্দন জানান।
খেলোয়ার বৃন্দদেরকে আলোকিতপ্রজন্ম.কম পরিবারের পক্ষ থেকে ২৫০০০ টাকা পুরস্কার হাতে তুলে দেন।
এবং আলোকিতপ্রজন্মের খেলোয়ার শাকিল ও ইলিয়াস আলোকিতপ্রজন্ম.কম এর সাথে আগামী ১০ বছর চুক্তি সমযোতা করেন।