ভূঞাপুরে সাংবাদিকদের উৎকর্ষ সাধনে সহায়ক সামগ্রি প্রদান


টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনে ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রি প্রদান করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খন্দকার মশিউজ্জামান রোমেল।
শনিবার উপজেলা মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক বাংলাবিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায়, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালাম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক মিঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, নিকরাইল ইউপি চেয়ারম্যান মতিন সরকার, গোবিন্দাসী ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে ভূঞাপুর প্রেসক্লাবকে ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রি বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ সামগ্রিগুলো বিতরণ করেন।