কালিহাতীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত


“জানবে বিশ্ব জানবে দেশ, দূর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ শনিবার সকাল ১০ টায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলার দশকিয়া ইউনিয়নের মগড়া বাজারে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি মগড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় মগড়া বাজারে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা ও দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ মালেক ভূইয়া প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন।