অন্তরা সাংস্কৃতিক কেন্দ্রের ১৭ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন
১৭ বছরে পা দিল চকরিয়ার সবচেয়ে জনপ্রিয় সাংস্কৃতিক, কবিতা ও নৃত্য পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনে বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠান অন্তরা সাংস্কৃতিক কেন্দ্র। অন্তরা সাংস্কৃতিক কেন্দ্রের ১৭ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
দুইদিন ব্যাপী অনুষ্ঠান মালায় দেশের খ্যাতিমান শিল্পী ও অন্তরার ক্ষুদে শিল্পীরা একের পর এক গান, কবিতা ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন ৮মার্চ বিকাল তিনটায় চকরিয়া বিজয় মঞ্চে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়ার সাংসদ আলহাজ্ব মো: ইলিয়াছ।
ওইদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।
দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা পরিসদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম।
বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা নুরউদ্দিন মোহাম্মদ শিবলী নোমান, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংবাদিক মিজবাউল হক, সাংবাদিক এসএম হানিফ, সাংবাদিক মনজুর আলম, সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক একেএম ইকবাল ফারুক ও সাংবাদিক মো: রিদুয়ানুল হক।
দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তরার অধ্যক্ষ দ্বীপলাল চক্রবর্ত্তী। সঞ্চালনায় অন্তরার শিশু শিল্পী তিতি ও তুলি।
