বাবুই শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার-২০১৭ আয়োজন


শিশুকিশোরদের প্রকাশনা বাবুই আয়োজন করেছে শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার ২০১৭। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় শিশুকিশোর উপযোগী মৌলিক সাহিত্যকর্মের পাণ্ডুলিপি আহ্বান করেছে আয়োজকরা।
একক-গুচ্ছ গল্প, মুক্তিযুদ্ধের গল্প-উপন্যাস, সায়েন্সফিকশন, ভূত বিষয়ক, রম্য উপন্যাস, ছড়া, প্রবন্ধ ও গবেষণা বিষয়ে পাণ্ডুলিপি পাঠাতে পারবেন লেখকরা।
বাবুই-এর স্বত্বাধিকারী কাদের বাবু বলেন, শিশুকিশোর উপযোগী মৌলিক সাহিত্যকর্ম তুলে আনার জন্য আমাদের এ আয়োজন। ফলে যারা ভালো লিখেন কিন্তু বই প্রকাশ করতে পারছেন না, তাদের সুযোগ করে দেওয়াও উদ্দেশ্য। দেশের খ্যাতিমান সাহিত্যিকরা বিচারকের দায়িত্বে থাকবেন।
তিনি জানান, শিশুকিশোর উপযোগী ৫টি বিভাগে মৌলিক লেখার জন্য এ পুরস্কার দেওয়া হবে। লেখা পাঠানো যাবে ৩০ সেপ্টেম্বর ২০১৭-এর মধ্যে।
তিনি আরও জানান, বাংলাদেশের কিংবা প্রবাসে যেকোনো সাহিত্যিক এ আয়োজনে অংশ নিতে পারবেন। প্রাথমিক পাণ্ডুলিপি নির্বাচনের পর বাবুইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বই প্রকাশ করা হবে। বই প্রকাশের পর এক অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের ক্রেস্ট, সম্মাননাপত্র ও লেখক সম্মানী বুঝিয়ে দেওয়া হবে। পাণ্ডুলিপি যে মৌলিক সৃষ্টিকর্ম সে বিষয়ে লেখককে নিশ্চয়তা দিতে হবে।