৭ মার্চ উপলক্ষে

নাগরপুরে উপজেলা আ’লীগের র‌্যালি ও আলোচনা সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৪ পিএম, বুধবার, ৭ মার্চ ২০১৮ | ৪২০

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা আ’লীগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ কুদরত আলীর নেতৃত্বে একটি বিশাল র‌্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রঙ্গু, সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, মতিউর রহমান মতি, সাধারন সম্পাদক মোঃ কুদরত আলী, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল আলীম দুলাল, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম অপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ প্রমুখ।

এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের ওপর তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন।