খাগড়াছড়িতে রবি টাওয়ারের ৪ কর্মী অপহরণ নিয়ে ধোঁয়াশা

শাহীন আলম
প্রকাশিত: ০১:৩২ পিএম, বুধবার, ৭ মার্চ ২০১৮ | ৪৪০
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় যোগ্যাছোলা ইউনিয়নের ছদুরখীল এলাকায় রবি টাওয়ারের কাজে নিয়োজিত ৪জন টেকনিশিয়ানকে (অপারেটর) অপহরণ করার সংবাদটি ভিত্তিহীন বলে দাবি করেছেন রবি কতৃপক্ষ।
 
জানা গেছে গতকাল ৬ মার্চ বিকাল ৩টার দিকে ছদুরখীল এলাকা থেকে সন্ত্রাসীরা মোঃ হারুন, গিয়াস উদ্দিন, শহিদুল ইসলাম ও মিজানুর রহমান নামে ৪জনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় বলে সংবাদ প্রকাশ করেছিলো পার্বত্য নিউজ ডট কম ও মাসিক পাহাড়ের আলোর নামের ২টি স্বনামধন্য অনলাইন সংবাদমাধ্যম।
 
এ বিষয়ে জানতে চাইলে মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ দিন ধরে রবি টাওয়ারের কাজে নিয়োজিত কর্মচারীদের নিকট চাঁদা দাবী করে আসছে উপজাতীয় সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় তাদেরকে মোটরসাইকেল যোগে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা অপহরণ করেছে তবে আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
 
এদিকে আজ বুধবার সকালে রবির খাগড়াছড়ি এরিয়া অফিসে এ বিষয়ে কথা বলতে গেলে এরিয়া ম্যানেজার ইমন বড়ুয়াকে পাওয়া যায়নি, পরে তার মোবাইলে একাধিকবার কল করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায় তবে এসময় অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তারা অপহরণের সংবাদটি ভিত্তিহীন বলে জানান।
 
বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মাসুদ জানান, যেখানে মানিকছড়ির ওসি সত্যতা নিশ্চিত করেছেন সেখানে রবি কতৃপক্ষ সন্ত্রাসীদের চাঁদা ও দিচ্ছে আবার তাদের কর্মী অপহরণের ঘটনাও তারা অস্বীকার করছে।