নারী দিবস উপলক্ষে টাঙ্গাইলে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮ | ৬১৩

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি মনোয়ারা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন সালেহীন, জাতীয় মহিলা সংস্থা টাঙ্গাইলের চেয়ারম্যান রুমা খান, ব্র্যাক টাঙ্গাইল প্রতিনিধি মো. মুনির হোসাইন খান। এসময় উপস্থিত ছিলেন এনজিও ফোরামের জেলা সমন্বয়কারী শামীম আল মামুন, ব্লাস্টের সমন্বয়কারী খন্দকার আমেনা রহমান প্রমুখ।

মানববন্ধনে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ব্র্যাক, ব্লাস্ট টাঙ্গাইল পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, এলজিইডি, এনজিও ফোরাম, ঊষা, নরসিংহপুর মহিলা কল্যাণ সমিতি, লাইট হাউজ, বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখা, নারী মুক্তি সংঘ অংশ নেয়।