কালিহাতীতে বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষ


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে।
৪ ও ৫ মার্চ মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের ছিল শেষ তারিখ। এ ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেন মোট ৫৩ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সদস্য পদে ৩৫ জন প্রার্থী।
যাচাই-বাছাইয়ে ৫ জন চেয়ারম্যান প্রার্থীরই মনোনয়ন পত্র বৈধ হয়। এরা হলেন, সতন্ত্র প্রার্থী হাসমত আলী, সতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) আব্দুল কদ্দুছ সরকার, আওয়ামীলীগের মনোনিত প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ, সতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগের বিদ্রোহী) শাহাদৎ হোসেন সিদ্দিকী, বিএনপি’র মনোনিত প্রার্থী আরমান আলী ফকির ।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থীর মধ্যে ১৩ জনেরই মনোনয়ন পত্র এবং সদস্য পদে ৩৫ জন প্রার্থীর মধ্যে ৩৫ জনেরই প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হয়েছে বলে জানিয়েছেন সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল্লাহ্।
এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ এবং ২৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।