মির্জাপুর পৌর মেয়রের পিতার কুলখানি


টাঙ্গাইলের মির্জাপুর পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমনের পিতা মরহুম খুয়াজ উদ্দিনের কুলখানি সম্পন্ন হয়েছে। সোমবার পৌর এলাকার পুষ্টকামুরীতে মরহুমের নিজ বাড়ীতে এই কুলখানি সম্পন্ন হয়েছে।
কুলখানিতে মরহুমের ভাতিজা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনাযেত হোসেন মন্টু, ভাইস চেয়াম্যান শামীমা আক্তার শিফা, জেলা আওয়ামীলীগ নেতা মেজর (অব ) খন্দকার আব্দুল হাফিজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার রাজিব, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ,আজগানা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার,জামুর্কী ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ২৪ জানুয়ারী সকালে বার্ধক্যজনিত কারনে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খুয়াজ উদ্দিনের মৃত্যু হয়।
শামসুল ইসলাম সহিদ/পিএইচ