জাফর ইকবালের উপর হামলায় তদন্ত কমিটি গঠন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, রোববার, ৪ মার্চ ২০১৮ | ৩৭৫

লেখক, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ। 

আজ রবিবার (৪ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি জানান।

উপাচার্য জানান, জাফর ইকবাল এখন সম্পূর্ণ আশঙ্কামুক্ত। শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন।

তবে তদন্ত কমিটির সদস্যদের নাম ও অন্য তথ্য প্রকাশে অপারগতা প্রকাশ করেন উপাচার্য। 

হামলার পর থেকে ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে তড়িৎ প্রকৌশল বিভাগের উৎসব চলাকালে এ ফয়জুল নামে এক দুর্বৃত্ত এ হামলা চালায়।