ড. জাফর ইকবালের হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ০৭:৪০ পিএম, রোববার, ৪ মার্চ ২০১৮ | ৪২৫
বি‌শিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক  ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি এবং প্রগতিশীল নাগরিক সমাজ।
 
আজ রোববার (০৪ মার্চ) দুপুরে শহরের সাতমাথায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।মানববন্ধনে বক্তারা ব‌লেন, অবিলম্বে জাফর ইকবালের উপর হামলাকারী আটককৃত যুবক সহ তার নেপথ্যে যারা এই জঘন্য কাজ করেছে আদের চেহারা জনসম্মুখে উন্মোচিত করে দৃষ্টান্তমুলক শাস্তির প্রদান করা হোক।
 
মানববন্ধনে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারন মানুষ অংশ গ্রহন করেন।