কক্সবাজার উন্নয়ন মেলায় প্রথম হলো সদর ভূমি অফিস


সারাদেশের ন্যায় কক্সবাজারেও শেষ হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। এবারের উন্নয়ন মেলায় সর্বোচ্চ সেবা দিয়ে সেবাখাতে প্রথম হয়েছে সদর উপজেলা ভূমি অফিস।
একই সাথে যৌথভাবে প্রথম স্থান অধিকার করে অগ্রযাত্রায় সেনাবাহিনী, রামু ক্যান্টনমেন্ট। এছাড়াও উন্নয়নখাতে প্রথম হয়েছে কক্সবাজার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানের প্রধানদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কক্সবাজার শহীদ দৌলত ময়দানে আয়োজিত উন্নয়ন মেলায় জেলা পর্যায়ের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা সমূহের ৯০ টি স্টল অংশগ্রহণ করে। তিনদিনের মেলায় সর্বোচ্চ সেবা প্রদান করে কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিস।
সরকারি এই প্রতিষ্ঠানটি তিনদিনে ভূমি উন্নয়ন কর আদায় করে ১৩ লাখ ৩৯ হাজার টাকা ও ডিসিআর থেকে আদায় করে ৬৯ হাজার টাকা। এছাড়াও সমানভাবে সেবা প্রদান করে অগ্রযাত্রা সেনাবাহিনী, রামু ক্যান্টেনমেন্ট। একইভাবে সেবা প্রদানে করে সরকারি অন্যান্য সেবাদানকারি প্রতিষ্ঠান গুলো।
সেবা প্রদানকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বিবেচনা করে সর্বোচ্চ সেবাপ্রদানকারি ১ম স্থানে নির্বাচিত করা হয় যৌথভাবে সদর উপজেলা ভূমি অফিস ও অগ্রযাত্রায় সেনাবাহিনী, রামু ক্যান্টেনম্যান্ট। সেবা প্রদান করে যৌথভাবে ২য় স্থান অধিকার করে কক্সবাজার পৌরসভা ও জেলা স্বাস্থ্যবিভাগ। ৩য় স্থান অধিকার করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।
এছাড়াও উন্নয়নখাতে ১ম স্থান অধিকার করে কক্সবাজার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২স্থান অধিকার করে কক্সবাজার গৃহায়ন ও গণপূর্ত বিভাগ এবং ৩য় স্থান অধিকার করে কক্সবাজার সড়ক বিভাগ।
শনিবার সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খিসা, কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ.ক.ম শাহরীয়ার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার মো. শাহাজাহান ও জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমেদ।
আলোচনা সভা শেষে অতিথির কাছ থেকে সেবাখাতে প্রথম স্থান অধিকার করা সদর উপজেলা ভূমি অফিসের ক্রেস্ট গ্রহণ করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দিন। একই স্থানে অন্যান্য বিজয়ী প্রতিষ্ঠানের প্রধানেরাও অতিথিদের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন।
সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দিন বলেন, তিনদিনের উন্নয়ন মেলায় তিনি সাধারণ মানুষের অসাধারণ সাড়া পেয়েছেন।
সাধারণ মানুষ বেশ আগ্রহ নিয়ে সেবা গ্রহণ করেন। গত তিনদিনে তিনি ভূমি উন্নয়ন কর আদায় করে ১৩ লাখ ৩৯ হাজার টাকা ও ডিসিআর থেকে ৬৯ হাজার টাকা আদায় করেছেন। এই টাকা গুলো আজ ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে বলে জানান তিনি।