বগুড়ায় সড়ক দূর্ঘটন‌ায় মটরসাই‌কেল অা‌রোহী নিহত

বগুড়া প্রতিনি‌ধি
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, রোববার, ৪ মার্চ ২০১৮ | ৪৮৯
বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় ইয়াছির আরাফাত মুকুল (৩৩) না‌মে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
 
রবিবার (০৪ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ফটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
আরাফাত উপজেলার খলিশাকান্দি গ্রামের ইয়াছিন আলীর ছেলে। তিনি গাইবান্ধা সাঘাটা উপজেলা যুব উন্নয়ন অধিদফতরে একটি বাড়ি একটি খামারা প্রকল্পের ফিল্ড সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।তিনি মোটরসাইকেলযোগে গাইবান্ধার কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
 
তবে ঘাতক যানবাহনটিকে এখনও শনাক্ত করা যায়নি বলেও জানান এসআই সুশান্ত।