ধনবাড়ীতে সিএনজি-লেগুনা মুখোমুখি সংর্ঘষে আহত ৮
টাঙ্গাইলের ধনবাড়ীতে ২৮ ফেব্রুয়ারী(বুধবার) সকালে ধনবাড়ী থেকে যাত্রীবাহী লেগুনা পিকাপভ্যান জামালপুর যাচ্ছিল।
ধনবাড়ী পুরাতন থানা ভবনের সামনে যাত্রীবাহী লেগুনা পিকাপভ্যান ও জামালপুর থেকে ধনবাড়ী গামী যাত্রীবাহী সি এন জি’র মুখোমুখি সংর্ঘষ হয় । এতে ৮ জন আহত হয়েছে।
ধনবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার(ভারপ্রাপ্ত)মো.আবুল কালাম জানান, সকালে ধনবাড়ী পুরাতন থানা ভবনের সামনে সিএনজি লেগুনা মুখোমুখি সংর্ঘষে ৪জন মহিলা ৪ জন পুরুষ আহত হয়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আহতদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে এ পাঠিয়েছি।
