উপজেলা মেধা বৃত্তি ২০১৭ এর

কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়ে চেয়ারম্যান খাইরুল বশর

এম.জুনাইদ উদ্দিন
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮ | ৬০২

চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে চকরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের অংশ নেওয়া উপেজলা প্রশাসন মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।

২৬ ফেব্রুয়ারি সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মো: শিবলী নোমান ফলাফল ঘোষণা করেন।

এই দিকে ২৭ ফেব্রুয়ারি মঙ্লবার   লিটল জুয়েলস সমবায় স্কুলের অংশগ্রহণকারী উপজেলা পরিষদ মেধা বৃত্তি ২০১৭ এর কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে স্কুল প্রাঙ্গনে ছুটে আসলেন  বদর খালী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান খাইরুল বশর ও বদর খালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সফল সম্পাদক মামা জনাব এ.কে.এম ইকবাল বদরী ।

এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন লিটল জুয়েলস সমবায় স্কুলের উপাধ্যক্ষ নুরুল আমিন ও কো - অর্ডিনেটর মোঃ মিনহাজ উদ্দিন। অম্লান বড়ুয়া শ্রেণী চতুর্থ (৮ম), নাঈমুর রহমান রাফি শ্রেণী সপ্তম (১০ম) ও ফাতেমা ইসলাম আলিফা শ্রেণী সপ্তম (১১তম) এই তিন কৃতি শিক্ষার্থীদের অতিথিবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।