মির্জাপুরে বন্যার্তদের জন্য আর্ন এন্ড লিভের ত্রাণ সহায়তা


টাঙ্গাইলের মির্জাপুরে যুক্তরাজ্যভিক্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ ফাউন্ডেশনের উদ্যেগে স্বেচ্ছাসেবক কর্মীরা অর্ধশতাধিক বন্যা কবলিত পরিবারের বাড়ি বাড়ি ত্রান সামগ্রী পৌছে দিয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসি ফরিদা ইয়াসমিন জেসির সহায়তায় আজ বৃহস্পতিবার দিন ব্যাপি মির্জাপুর উপজেলার দেওহাটা, বহুরিয়া, কলিমাজানি, গোড়াই, সোহাগপাড়া, বানুয়াবহসহ বিভিন্ন গ্রামে বন্যার্ত পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী পৌছে দেওয়া হয়।
ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে জন প্রতি চাল ১০ কেজি, পোলাও এর চাল এক কেজি, চিনি এক কেজি, সেমাই এক প্যাকেট, ডাল এক কেজি, আলু দুই কেজি, পিয়াজ এক কেজি, লবন এক কেজি, তেল এক লিটার এবং একটি সাবান। এসময় লার্ন এন্ড লিভ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও সমাজ সেবী ব্যবসায়ী মো. বাবুল সিকদার, প্রতিষ্ঠানের শিক্ষক আরবী বেগম, শিখা বণিক, নাহিদ হক, নজরুল ইসলাম এবং লার্ন এন্ড লিভ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক রবিন সিবদার, আসিফ সিকদার, রাইম সিকদার, রাতুল, পাবেল, মানিক ও সাকিল উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন জেসি বলেন, বন্যার্তদের জন্য তাদের সহায়তা অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবানদের এই কাজে এগিয়ে আসার আহবান জানান।