বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার ভোট প্রয়োগে স্বতঃস্ফূর্ত টাঙ্গাইলবাসী

মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠা আর জাতি সংঘের ৭ম দাপ্তরিকভাষা বাংলা চাই দাবি বাস্তবায়নের ভোট প্রয়োগে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪,কম আয়োজিত ও দেশের প্রতিষ্ঠিত বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠিত “জাতি সংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা” এ সমর্থন সংগ্রহ ক্যাম্পেইন স্থলে দেখা দেয় জনস্রোত।
এ ক্যাম্পেইনের অনলাইন ভোটিং কার্যক্রমে অংশগ্রহণ করেছেন নানা বয়সী শ্রেণী পেশার মানুষ। তবে এর আগে সকালে শহরের অসংখ্য গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য স্থানে এ কার্যক্রমের পোস্টার লাগানোর পর থেকেই তরুণ ও তরুণীর পাশাপাশি বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষের মুঠোফোনে শুরু হয় অনলাইন আবেদন প্রতিযোগিতা। শুনা যায় আবেদন ও উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে একে অপরের সলা পরামর্শ।
মঙ্গলবার সকালে “জাতি সংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা” এ সমর্থন সংগ্রহ কার্যক্রমের শুরুতে একটি বর্নাঢ্য র্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানে আগত প্রধান অতিথি টাঙ্গাইল পৌরসভার মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরনকে ফুলেল শুভেচ্ছা জানান জাগো নিউজ ২৪.কম এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি আরিফ উর রহমান টগর।
এ সময় অন্যান্য অতিথিদেরও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রজেক্টরের মাধ্যমে জাতি সংঘের ৭ম দাপ্তরিকভাষা বাংলা চাই দাবি নিয়ে নির্মিত জাগো প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতি সংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা এ সমর্থন সংগ্রহের মত সাহসী পদক্ষেপ গ্রহণের জন্য অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪,কম এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন।
তিনি বলেন, ১৯৫২ সালে দেশে মাতৃভাষা বাংলার দাবি আদায় হয়েছে। পরে ভাষা আন্দোলনের এ দাম্ভিক ইতিহাসের স্বীকৃতি স্বরূপ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসের এক সম্মেলনে ২১ শে ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”স্বীকৃতি দেয় ইউনেস্কো। কিন্তু ১৯ বছরেও বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে মর্যাদা পায়নি।
তাই বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। তিনি এই দাবির সমর্থনে অনলাইনে ভোট প্রয়োগের এমন অনুষ্ঠানের জন্য জাগোনিউজ২৪.কম পরিবারকে ধন্যবাদ জানান তিনি। জাগো নিউজ ২৪.কম এর ভোট প্রয়োগ এ কার্যক্রমে অংশগ্রহণের জন্য তিনি পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে প্রচারণা চালাবেন বলেও জানান অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল পৌরসভার মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন।
জাগো নিউজ২৪.কম এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি আরিফ উর রহমান টগর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিন প্রমুখ।
এ ভোট প্রয়োগ কার্যক্রমে টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরাসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজিত কার্যক্রমস্থলে অনলাইন ভোট প্রয়োগ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামিলুর রহমান মিরন।