টাঙ্গাইলে এক ঝাঁক পায়রা সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে গুনীজনদের সম্মাননা স্মারক প্রদান

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৭:১৫ পিএম, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮ | ৬৯৫

টাঙ্গাইলের সাহিত্য সংগঠন এক ঝাঁক পায়রা সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও গুনিজনদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন। এক ঝাঁক পায়রা সাহিত্য গোষ্ঠী’র সিনিয়র সহ-সভাপতি এনামুল হক তালুকদার দিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর সবুর খান বীর বিক্রম, সেতুর নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন, কবি আল রুহি প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এক ঝাঁক পায়রা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক সিরাজ নান্নু। অনুষ্ঠান পরিচালনা করেন এক ঝাঁক পায়রা সাহিত্য গোষ্ঠীর সাহিত্য সম্পাদক শামীম আল মামুন।

এসময় বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান রাখার জন্য জেলার ৮জন গুনিজনকে সম্মাননা স্মারক এবং কবিতা ও সংঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।