চকরিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা

চকরিয়া সংবাদদাতা,, কক্সবাজার
প্রকাশিত: ০৩:০৯ পিএম, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮ | ৫২৭

চকরিয়ার সাহারবিলে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে কুলছুমা জন্নাত রিমা (২১) নামের এক তরুণী ।  

শনিবার ২৪ ফেব্রুয়ারি ভোরে সাহারবিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ মাইজঘোনা গ্রামের উত্তরপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।  নিহত তরুণী একইগ্রামের জনৈক বশির ড্রাইভারের ছেলে শাওনুল কবিরের স্ত্রী বলে জানা গেছে।

এলাকাবাসীর ধারণা, পারিবারিক কলহের কারণে মেয়েটি আত্মহত্যা করেছে।  এদিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে কর্তব্যরত পুলিশ অফিসার এস.আই মঈন উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান বলে সূত্রে প্রকাশ।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান।  তিনি বলেছেন, আত্মহত্যা করা নিহত তরুণী মৃত মহিউদ্দিনের কন্যা।

অন্যদিকে চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর মর্গে প্রেরণ করা হয়েছে।  ময়না তদন্তেরের পর মৃত্যুর সঠিক তথ্য বের হয়ে আসবে বলে তিনি জানান।