নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নন্দীগ্রাম প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৬:০৪ পিএম, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৬৭

বগুড়ার নন্দীগ্রামের পল্লীতে গলায় ফাঁস দিয়ে স্বপ্না রানী (১৫) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল ১০টায়। জানাযায়, উপজেলার বর্ষন গ্রামের প্রভূ চন্দ্রের মেয়ে ও বীজরুল হাইস্কুলের ১০ম শ্রেনীর ছাত্রী স্বপ্না রানী সকলের সাথে সকালের খাবার খেয়ে ঘরে যায়।

পরে কোন এক সময় সে সকলের অগোচরে ওড়না দিয়ে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর অনেক সময় পেরিয়ে গেলে ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করে না পেয়ে ঘরের দরজা ভেঙে ঘরের ভেতর তীরের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। তার আত্মহত্যার কারন জানাযায় নি।

এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, লাশ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।