পঞ্চগড়ে ট্রাক চাপায় নিহত দুই

জেলা প্রতিনিধি,পঞ্চগড়
প্রকাশিত: ০৯:৩০ পিএম, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৯৯
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টায় সদর উপজেলার ব্যারিস্টার বাজার তেঁতুলিয়া পঞ্চগড় মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।
 
নিহতরা হলেন পঞ্চগড় সদরের নতুন বস্তির কাঁচামাল ব্যবসায়ী নুরুজ্জামান খান (৪০) ও ধাক্কামারার মাহাবুবুর রহমান জনি (৩০)।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নুরুজ্জামান ও জনি মোরসাইকেল যোগে তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে যাওয়ার সময় ব্যারিস্টার বাজারে জ্যাম থাকায় তারা রাস্তার পাশে দারায়।
এসময় পেছন থেকে রাসেল এন্টার প্রাইজ নামে একটি ট্রাক  তাদের চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু বরণ করে তারা। পরে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
 
বিক্ষুব্ধ জনগণ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে তেঁতুলিয়া- পঞ্চগড় মহা সড়ক অবরোধ করে বিক্ষোপ করে।